আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে ৪২ টন চালসহ আটক ২

বাউফলে ৪২ টন চালসহ আটক ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৭:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


পটুয়াখালী প্রতিনিধি  : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দরে সরকারি ৪২ মেট্রিকটন চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয়। বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে বগা বন্দরের একটি ঘরে ট্রলার থেকে উত্তোলনের সময় চালসহ ওই দুজনকে আটক করা হয়। জানা গেছে, খাদ্য অধিদপ্তরের সিলকৃত বস্তাভর্তি চালগুলো বগা বন্দরসংলগ্ন উত্তর পাশের খালে নোঙর করা একটি ট্রলার থেকে শ্রমিকরা স্থানীয় চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে শাহজাহান হাওলাদারের নিজস্ব গোডাউনে তুলছিল। তবে প্রভাবশালী একটি মহলের তৎপরতায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) শেখ বেলাল হোসেন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ওখানে অভিযান চালায়। বন্দরের উত্তর পাশের গলিতে শাহজাহান নামের এক চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে শ্রমিকরা ওই চাল তোলার সময় ৪২ মেট্রিকটন চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এ সময় ট্রলার মালিক জয়নাল চৌকিদার, চাল ব্যবসায়ী শাজাহানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য চাল উত্তোলনের কাজে নিয়োজিত ১০ শ্রমিককে বাউফল থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃত শাজাহান পুলিশকে জানিয়েছে, চালগুলো বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে আনা হয়েছে।