আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাঞ্ছারামপুরে ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সংসদ সদস্য এবি তাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সংসদ সদস্য এবি তাজুল ইসলাম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নিজের বেতনের ছয় মাসের অর্থসহ ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ও ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।

উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন তাজুল ইসলাম।

সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সব ত্রাণ তুলে দেয়া হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে। তারা নিজ নিজ এলাকার অসহায় পরিবারগুলোর হাতে এ সব খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্যসামগ্রীর মাঝে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আটা এবং ১টি লাইফবয় সাবান।

এ সময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল হক বাবুল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল আহাদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান উজ্জ্বল, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারসহ আরও অনেকে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের পাশে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গরীব-দুঃখী মানুষকে সহায়তা করতেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন।

তিনি বলেন, ইতিমধ্যে হতদ্ররিদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের গরীব এবং খেটে খাওয়া মানুষের জন্য সাহায্যের হাত বাড়ানো হয়েছে। যতদিন পর্যন্ত করোনা দুর্যোগ শেষ না হবে ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ক্যাপ্টেন তাজুল ইসলাম।