আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাফুফের প্রশংসায় সজীব ওয়াজেদ জয়

বাফুফের প্রশংসায় সজীব ওয়াজেদ জয়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৭:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে স্পোর্টস ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় লকডাউন অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া মানা। এতে সবচেয়ে বেশি বিপদে নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত ২৭শে মার্চ দুপুর থেকে মতিঝিলের বাফুফে ভবনে একবেলা করে খাবার দেয়া শুরু করেছে বাফুফে। এখন থেকে রোজ দুপুরে অসহায়-দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা থাকছে। যতদিন করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন বাফুফের এই ব্যবস্থা চালু থাকবে। প্রতিদিন ৩০০ জন দুস্থ লোকের খাবার সরবরাহ করবে বাফুফে। বাফুফের এই মহতী উদ্যেগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টুইটারে বাফুফের খাবার বিতরণের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই উদ্যোগে গর্ব হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুঃসময় কাটিয়ে উঠবো।’