আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বাবার করোনা পজেটিভ, দিশেহারা নায়িকা দিশা পাটানি

বাবার করোনা পজেটিভ, দিশেহারা নায়িকা দিশা পাটানি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২০ , ১০:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  এবার করনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড তারকা দিশা পাটানির বাবা জগদীশ পাটানি। ৫ আগস্ট বিকেলে জগদীশ পাটানির করোনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। দিশা বর্তমানে রয়েছেন মুম্বাইতে, প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে এক ছাদের নিচে অবস্থান করছেন। সেখান থেকেই এমন খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই নায়িকা। এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোর, ভারত, বাঘি-টু খ্যাত দিশা পাটানির বাবা পেশায় উত্তর প্রদেশের ডেপুটি এসপি। একটা দুর্নীতির অনুসন্ধানে লকডাউনে তাঁকে বেশ কয়েকবার লক্ষ্ণৌ যেতে হয়েছে। তিনিসহ এই অনুসন্ধানে নিযুক্ত আরও দুজন পুলিশ একসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় এই কেসের সঙ্গে একাধিক অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দিশা পাটানিকে সর্বশেষ দেখা গেছে মালাং ছবিতে। তাছাড়া টাইগার শ্রফের ‘বাঘি থ্রি’তেও একটি গানে নাচতে দেখা গেছে দিশা পাটানিকে। সামনে তাঁকে বেশ কিছু বড় প্রজেক্টে দেখা যাবে। সেগুলোর ভেতর ‘কে টিনা’, ‘এক ভিলেন টু’ ও ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ উল্লেখযোগ্য।