আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড বার্সা ছেড়ে পিএসজিতে দানি আলভেজ

বার্সা ছেড়ে পিএসজিতে দানি আলভেজ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৩, ২০১৬ , ১:৩৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


2016-1অনলাইন স্পোর্টস ডেস্ক: ২০০৮ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় পাড়ি জমান দানি আলভেজ। এই আট বছরে কাতালানদের হয়ে ২৩টি শিরোপা জিতেছেন তিনি। বার্সার রাইট-ব্যাকে অন্যতম ভরসা ছিলেন এই ব্রাজিলিয়ান। বার্সেলোনাতে ক্যারিয়ারে যতগুলো গোল করেছেন মেসি, তাতে সবচেয়ে বেশি অবদান ছিল আলভেজেরই। আর্জেন্টাইন সুপারস্টারের ৪২টি গোলে প্রত্যক্ষ অবদান তার।

পেশাদার ফুটবলে এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে পাড়ি জমান ফুটবলাররা। দানি আলভেজও হাঁটলেন সেই পথেই। বার্সেলোনা ছেড়ে পাড়ি জমাচ্ছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। বার্সা ছাড়ার সিদ্ধান্তটা পাকাই করে ফেলেছেন আলভেজ। আবার কাতালান ক্লাবটিও তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

বার্সেলোনার ডিরেক্টর রবার্তো ফার্নান্দেজ বলেন, ‘দানি আলভেজ বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্লাব সেটিকে স্বাগত জানাবে।’

বিদেশী খেলোয়াড় হিসেবে বার্সায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আলভেজ। সব ধরনের প্রতিযোগিতা মিলে খেলেছেন ৩৯১টি ম্যাচ। নামের পাশে ২১টি গোলও জমা করেছেন তিনি। এই তালিকায় সবার ওপরে মেসি। বার্সার প্রাণভোমরা খেলেছেন ৫৩১ ম্যাচ।

বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেয়াটা যে কঠিন ছিল, তা ফুটে উঠেছে আলভেজের ভাষ্যেই, ‘বার্সার সঙ্গে প্রথম দিন, পেপ গার্দিওলার অধীনে প্রথম অনুশীলন পর্ব থেকে শুরু করে সদ্য গত হওয়া মৌসুমের শেষ দিন পর্যন্ত আমি সব কিছুই উপভোগ করেছি। এই ক্লাবের একজন হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’

ব্রাজিলিয়ান এই ফুটবলার আরো বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। নিজেকে উপস্থাপন করার জন্য কঠোর পরিশ্রম করতে পারি। এ কারণেই বিশ্বের সেরা ক্লাবটির জার্সি গায়ে জড়াতে পেরেছি। এমন এক দশকে খেলেছি যখন কিনা ক্লাবটিতে ছিলেন অসাধারণ অনেক কোচ ও খেলোয়াড়। আমি যাচ্ছি। কথা দিলাম, আবার আসব।’