আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাস-লেগুনা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩

বাস-লেগুনা সংঘর্ষে ২ নারীসহ নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২৩ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর ডেমরায় একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ধাক্কায় লেগুনায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ। এদের মধ্যে অজ্ঞাত মহিলার একজনের বয়স অনুমান (৫৫) ও আরেকজনের বসয়স অনুমান (১৫) ও পুরুষের বয়স (২৪)। এ ছাড়া আহত হয়েছেন তিনজন। সকালে ডেমরার পাইটি এলাকায় ডেমরা গুলিস্তান রুটে চলা আসমানি পরিবহনের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো নিহত ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।