আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন। যেহেতু সংক্রমণের হার এখন প্রায় ৩০ শতাংশ, হয়তো ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক সপ্তাহ বাড়ানোর ব্যাপারে পর্যালোচনা চলছে।