আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাড়বকুণ্ডে সওজের জায়গা দখলের অভিযোগ

বাড়বকুণ্ডে সওজের জায়গা দখলের অভিযোগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২১ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের এস.কে.এম মহাসড়কের পাশে লাগানো সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও জেকে স্টিলের মালিক মো. মীর জামাল উদ্দিনের বিরুদ্ধে। মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে সরেজমিনে গেলে স্থানীয়রা অনেকে ক্ষোভের সঙ্গে বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল এভাবে ভবন নির্মাণ করে যাচ্ছেন জেকে স্টিল নামের একটি প্রতিষ্ঠান যা দেখার কেউ নেই। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও জেকে স্টিলের মালিক মো. মীর জামাল উদ্দিন বলেন, সওজের জায়গা আরো ২/৩ বছর আগে দখল করেছি তাতে কি হয়েছে। নিউজ করলে কিছু হবে না নিউজ করে দেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।