বায়েজিদে আড়াই কোটি টাকার বিলাসবহুল গাড়ি আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৩:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে আড়াই কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। মঙ্গলবার সকালে এটি আটক করা হয়।
মিতশুবিশি পাজেরো গাড়িটি কারনেট সুবিধায় আনা হয়েছিল বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গাড়িটির মালিক ঢাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল চারটায় আগ্রাবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক শামীমুর রহমান।