আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিচ্ছেদের ১৪৪ ঘণ্টা পর সুস্মিতার ভাই বললেন, আমরা ফের একসঙ্গে ফিরব

বিচ্ছেদের ১৪৪ ঘণ্টা পর সুস্মিতার ভাই বললেন, আমরা ফের একসঙ্গে ফিরব


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টেলিভিশন অভিনেত্রী চারু অসোপার সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন। দীর্ঘ দিন ধরে চলছিল এ জুটির দাম্পত্য কলহ। সর্বশেষ গত ৮ জুন আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে তাদের। বিয়েবিচ্ছেদের ৬ দিন (১৪৪ ঘণ্টা) পর রাজিব জানালেন, আবারো একসঙ্গে ফিরবেন রাজিব-চারু। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রাজিব সেন বলেন, ‘মেয়ের প্রতি ভালোবাসা শেষ হওয়ার নয়। মেয়েকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমার এবং চারুর সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। বাবা হিসেবে তাকে আমি আমার সর্বোচ্চ সময় দেব এবং চারু তাই করবে। আমার ভালোবাসা ও নিস্বার্থ সমর্থন সবসময়ই তার জন্য থাকবে। আমি এটাও আশা করি, একদিন আমি আর চারু পুনরায় একত্রিত হবো।’ একই সাক্ষাৎকারে চারু বলেন, ‘হ্যাঁ, রাজিবের সঙ্গে আমার বিয়েবিচ্ছেদ হয়েছে। আমরা আমাদের সামর্থের সেরাটা দিয়ে মেয়ের দায়িত্ব পালন করব। একটি সম্পর্কের মাঝে যখন শিশু সন্তান থাকে, তখন একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত প্রাক্তনদের বন্ধুত্ব থাকে। রাজিব এবং আমি পরস্পরের কল্যাণ কামনা করি।’

আনুষ্ঠানিক বিচ্ছেদের পর সংবাদমাধ্যমটিকে রাজিব সেন ইনস্টাগ্রাম স্টোরিতে চারুর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে লিখেছিলেন, ‘বিদায় বলার কিছু নেই। দুজন মানুষ পরস্পরের হাত ধরে রাখতে পারেনি, এটুকুই। ভালোবাসা থাকবে। আমরা আমাদের সন্তানের কাছে সবসময়ই বাবা-মা হয়ে থাকব।’

২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। চারু প্রথম পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে অভিযোগ করেন। এক সময় সেন বাড়ির স্বামী-স্ত্রীর ঝগড়া হয়ে উঠেছিল পেজ থ্রির হট কেক।

অভিনয় ক‌্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। মূলত, সহঅভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করেছিলেন রাজিব। আর তার প্রমাণ চারুর মায়ের কাছ থেকে পেয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি। সর্বশেষ বিচ্ছেদের মধ্য দিয়ে দাম্পত্য কলহের ইতি টানেন চারু-রাজিব।