আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিজয় দিবসে পুতিনকে কিমের চিঠি

বিজয় দিবসে পুতিনকে কিমের চিঠি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২৩ , ৪:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ‘নাৎসি বাহিনীর’ বিরুদ্ধে বিজয় দিবস স্মরণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে রাশিয়াকে অভিনন্দন জানিয়েছেন কিম জং উন। রাষ্ট্র-চালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবর অনুসারে, চিঠিতে কিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার সেনাবাহিনী এবং রাশিয়ার জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচারের বাস্তবরূপ দিতে এবং বৈশ্বিক শান্তি রক্ষার লড়াইয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। কিম জং উন চিঠিতে লিখেছেন, ‘বিজয় হলো রাশিয়ার অন্তর্নিহিত ঐতিহ্য। রাশিয়ার বিজয়ের গৌরব ইতিহাসে জ্বলজ্বল করবে এবং রাশিয়ার সাথে চিরকাল থাকবে এমনকি যখন সময় ও প্রজন্ম বদলে যাবে।’ কিম লেখেন, পুতিনের নেতৃত্বে রাশিয়া শত্রুর উত্থাপিত সমস্ত চ্যালেঞ্জ এবং হুমকি ভেঙ্গে ফেলবে। রাশিয়া সার্বভৌমত্ব, মর্যাদা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টায় বিজয়ী হবে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শিরোনামে সামরিক আক্রমণ শুরু করে। যে কয়টি দেশ রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে, উত্তর কোরিয়া তার মধ্যে অন্যতম। সূত্র: সিএনএন