আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিদেশি অস্ত্র-মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ী আটক

বিদেশি অস্ত্র-মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ী আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Arrest1 - Copyকাগজ অনলাইন প্রতিবেদক: মুন্সীগঞ্জের মাওয়া ও রাজধানীর মোহাম্মদপুর এলাকা পৃথক দু’টি অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২ এর সদস্যরা।

রোববার (৫ জুন) দুপুর সোয়া ১২টায় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মীর রবিউল হোসেন ওরফে রবিন (৩৫), মো. সজল (২২) এবং মো. ফাহাদ হোসেন (২০)।

এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও ১২০ কেজি গাঁজা পাওয়া যায়।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন জানান, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মাওয়া যশোহদিয়া লল্টুগাজী সুপার মার্কেট এলাকায় কয়েকজন দুর্বত্ত দীর্ঘদিন থেকে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অবৈধ অস্ত্র বিক্রি করে আসছে- এমন গোপন সংবাদ ছিলো ৠাবের কাছে।

অন্যদিকে ৠাবের এএসপি মো. ফিরোজ কাউছারের নেতৃত্বে আরেকটি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতাকে আটক করে।

পরে তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয়েছে।