আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিদ্যাকে পাকিস্তানি ছবির প্রস্তাব

বিদ্যাকে পাকিস্তানি ছবির প্রস্তাব


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Vidyaঅনলাইন বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালান হিন্দির পাশাপাশি ভারতের আঞ্চলিক ছবিতেও কাজ করছেন। তিনি জানালেন, পাকিস্তানি দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন।

বিদ্যা এখন তার নতুন ছবি ‘তিন’-এর প্রচারণায় ব্যস্ত। এই সুযোগে বার্তা সংস্থা আইএএনএস বিদ্যার কাছে জানতে চেয়েছিলো পাকিস্তানি কোনো ছবিতে প্রস্তাব পেয়েছেন কি-না। উত্তরে তিনি বলেন, ‘অবশেষে আমার কাছে দুটি ছবির প্রস্তাব এসেছে। এগুলোতে অভিনয় করবো কি-না তা নির্ভর করবে চিত্রনাট্যের ওপর। বিশ্বের যে কোনো জায়গায় কাজ করার ক্ষেত্রে আমার আপত্তি নেই।’

চিত্রনাট্য দুটির কোনোটা কি পছন্দ হয়েছে? বিদ্যার উত্তর, ‘এখনও কোনো আলোচনা হয়নি। সংশ্লিষ্টরা আমাকে কয়েকবার ফোন করেছিলেন। তারা মুম্বাই এসে আমাকে চিত্রনাট্য পড়ে শোনাতে চেয়েছেন।’

পাকিস্তানের ‘বোল’ ছবিটির প্রশংসা করে ‘খামোশ পানি’ও দেখতে চান বিদ্যা। এ ছাড়া হিন্দি চ্যানেল জিন্দেগিরও প্রশংসা করেন তিনি। এতে পাকিস্তানসহ অন্যান্য দেশের নাটক প্রচারিত হয়।