আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বিপিএলে ব্যাটে-বলে আধিপত্য দেশিদের

বিপিএলে ব্যাটে-বলে আধিপত্য দেশিদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৭, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবারের বিপিএলে ব্যাটে-বলে মাঠ মাতিয়েছে দেশি ক্রিকেটাররা। প্রতিবার বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আধিপত্যে কিছুটা পিছিয়ে থাকে দেশি ক্রিকেটাররা। তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। কেননা ব্যাটিং-বোলিংয়ের শীর্ষ পাঁচে যে দেশীয় ক্রিকেটারদের আধিপত্যে চোখে পড়ার মতো। ব্যাট হাতে ৫১৬ রান করে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হাসান শান্ত। আর উইকেট শিকারির তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভির ইসলাম। এবারের বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটার : নাজমুল হাসান শান্ত: ১৫ ম্যাচে ৫১৬ রান করেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হাসান শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ রান ছাড়িয়ে যান শান্ত। ৪টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। রনি তালুকদার: ১৩ ম্যাচে ৪২৫ রান করেন রংপুর রাইডার্সের ওপেনার রনি তালুকদার। ৩টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। তৌহিদ হৃদয়: ১৩ ম্যাচে ৫ অর্ধশতকে ৪০৩ রান করেন সিলেট স্ট্রাইকার্সের তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। লিটন দাস: ১৩ ম্যাচে ৩ অর্ধশতকে ৩৭৯ রান করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার লিটন দাস। সাকিব আল হাসান: ১৩ ম্যাচে ৩ অর্ধশতকে ৩৭৫ রান করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এবারের বিপিএলের শীর্ষ পাঁচ বোলার : তানভীর ইসলাম: ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্পিনার তানভির ইসলাম। সেরা ৩৩ রানে ৪ উইকেট। হাসান মাহমুদ: ১৪ ম্যাচ ১৭ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদ। সেরা ১২ রানে ৩ উইকেট। নাসির হোসেন: ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। সেরা ২০ রানে ৪ উইকেট। আজমতুল্লাহ ওমরজাই: ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের পেসার আজমতুল্লাহ ওমরজাই। সেরা ১৭ রানে ৩ উইকেট।
রুবেল হোসেন: ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার রুবেল হোসেন। সেরা ৩৭ রানে ৪ উইকেট।