Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
বিভেদ নয়, ভালোবাসাময় সমাজ গড়তে হবে - Diner Sheshey বিভেদ নয়, ভালোবাসাময় সমাজ গড়তে হবে - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিভেদ নয়, ভালোবাসাময় সমাজ গড়তে হবে

বিভেদ নয়, ভালোবাসাময় সমাজ গড়তে হবে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৩:৪৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Shultana-Kamalকাগজ অনলাইন প্রতিবেদক: হত্যা, অন্যায়-অবিচার, বঞ্চনা, বিভেদহীন ভালোবাসাময় সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।

রোববার (১২ জুন) বিশ্ব শিশু শ্রম নিরসন দিবস উপলক্ষে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সুলতানা কামাল বলেন, আমাদের সবাইকে ভালোবাসায় দীক্ষিত হতে হবে। যেখানে থাকবে না অন্যায়-অবিচার, বঞ্চনা, বিভেদ। প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে ভালোবাসবে এমন সমাজ আমাদের গড়ে তুলতে হবে।

শিশু শ্রমের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আজও প্রায় ১৭ লাখ শিশু শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, যাদের মধ্যে ১২ লাখ ৮০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত। এছাড়াও প্রায় ৪৭ লাখ শিশু বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত।

এসময় ২০১৬ সালের মধ্যে শিশু শ্রম নিরসন লক্ষ্য ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে নেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গোল পোস্ট বারবার পিছিয়ে নিচ্ছে, এভাবে চলতে থাকলে শিশু শ্রম থেকে মুক্ত হওয়া যাবে না।

অ্যান ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু এম্পাওয়ারিং ওয়ার্কিং চিলড্রেন প্রজেক্ট ও শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করা ১২টি সংগঠনের জোট এলায়েন্স এগেইনস্ট চাইল্ড লেবার (এসিএল) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল আলম।

ওয়ার্ল্ড ভিশনের শিশু অধিকার কর্মকর্তা অগাস্টিন সুভাষ পিউরিফিকেশনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, অভিনেতা ড. এনামুল হক, শাপলা নীড়ের কান্ট্রি ডিরেক্টর ইউকিকো ফুজিসাকি।

আলোচনা শেষে শ্রমজীবী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130