আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ বিমানের উপর বজ্রপাত! (ভিডিও)

বিমানের উপর বজ্রপাত! (ভিডিও)


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


bimanঅনলাইন ডেস্ক: প্রবল ঝড়বৃষ্টির মধ্যেই বিমানবন্দরেই দাঁড়িয়ে ছিল বিমানটি। আবহাওয়া একটু ভাল হলে উড়বে বলে অপেক্ষা করছিল। এমন সময়ই বিমানটির উপর একটি বাজ এসে পড়ে। ভয়াবহ সেই ফুটেজ ধরা পড়েছে CCTV-তে।

ফুটেজে দেখা যাচ্ছে, বাজ পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বিমানের চাকাগুলিতে। চারটি চাকাই তখন দাউ দাউ করে জ্বলছে। ভাগ্যক্রমে, বিমানটিতে তখন কোন যাত্রী ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।

গত সোমবার ঘটনাটি ঘটেছে চিনের পূর্ব গুয়াংডং প্রদেশের জিয়েয়াং চৌশান আন্তর্জাতিক বিমানবন্দরে।

https://youtu.be/XwQxLvY97yk?t=1