আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিরতি ভেঙে শুটিং ফ্লোরে নায়িকা

বিরতি ভেঙে শুটিং ফ্লোরে নায়িকা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৪ , ১০:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মধ্য দিয়ে রুপালী পর্দায় পা রাখেন সারা জেরিন। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করে মাঝে কিছুটা বিরতি নেন। বিরতি ভেঙ্গে নতুন বছরের শুরুতে শুটিংয়ে ফিরলেন এই নায়িকা। গত কয়েকদিন ধরে রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে ‘বউ হওয়া কি মুখের কথা’ সিনেমার শুটিং করছেন সারা জেরিন। জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় সিনেমাটির উপদেষ্টা নির্মাতা হিসেবে রয়েছেন গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটিতে সারা জেরিনের দাদার চরিত্রে আলী রাজ ও মায়ের ভূমিকায় থাকছেন রেবেকা রউফ। সিনেমাটিতে গান রয়েছে মোট পাঁচটি। সারা জেরিন বলেন, ‘সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে ভিন্নতা আছে। আমি দাদুর আদুরে নাতনী। বিয়ে করতে চাই না। অনেকটা রাগী স্বভাবের। আমাকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অনেক দিন পর নতুন সিনেমায় কাজ করছি।’ সারা জেরিন অভিনীত ‘হিটার’ ও ‘নিশ্চুপ ভালোবাসা’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরেই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।