আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন সোনম

বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন সোনম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৪, ২০২৩ , ৪:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। কয়েক দিন আগে স্থানীয় একটি কোম্পানি ৫ হাজার ৫৫৩ স্কয়ার ফুটের ফ্ল্যাটটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কিনেছে।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক ওয়েবসাইট স্কয়ারফিট ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের পূর্ব বান্দ্রার কুরলা কমপ্লেক্সের চতুর্থ তলায় ছিল সোনমের এই ফ্ল্যাট। ৩২.৫ কোটি রুপিতে ফ্ল্যাটটি কিনেছেন এসএমএফ ইনফ্রাস্ট্রাকচার নামে একটি কোম্পানি। গত ২৯ ডিসেম্বর এ ফ্ল্যাটের রেজিস্ট্রি হয়েছে। ২০১৫ সালের জুন মাসে সোনম ফ্ল্যাটটি ৩১.৪৮ কোটি রুপিতে কিনেছিলেন। সোনমের এ বাড়ির নতুন ক্রেতা এই বিল্ডিংয়ে ৪টি গাড়ি পার্ক করার সুবিধা পাবেন।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। তারপর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। গত বছরের মার্চ মাসে মা হতে যাওয়ার খবর জানান এই দম্পতি। একই বছরের ২০ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

অভিনয়ে খুব একটা সরব নন সোনম কাপুর। বলা যায়, স্বামী-সন্তান নিয়েই অধিক ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘একে ভার্সেস একে’। ২০২০ সালে মুক্তি পায় এটি। এক বছর বিরতি নিয়ে গত বছর ‘ব্লাইন্ড’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। চলতি বছর এটি মুক্তির কথা রয়েছে।