আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও সংক্রমণ

বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও সংক্রমণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২১ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে। গত কিছুদিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি মৃত্যু দেখেছে বিশ্ব। তবে গত একদিনে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৭৮ জনে। একইসঙ্গে সংক্রমিতদের সংখ্যাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৪৫ হাজার ২৬২ জন। এছাড়াও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ৬৬০ জন। একই সময় নাগাদ মোট মারা গেছেন ২৩ লাখ ২৭ হাজার ৩০৮ জন। একই সঙ্গে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ৮৩ লাখ ৮৫ হাজার ২২০ জন। এদিকে করোনার থাবায় বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৬ লাখ ১১ হাজার ৪০৩ জন। মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৯৩৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৮ হাজার ৮৪৩ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১৪ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ২৪ হাজার ৬৪০ জন। মারা গেছেন ২ লাখ ৩১ হাজার ৫৬১ জন। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে মহামারি এ ভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এছাড়াও ২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।