আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বিশ্বে কোনো দেশে নির্বাচনের আগে সংলাপ হয় না: মোমেন

বিশ্বে কোনো দেশে নির্বাচনের আগে সংলাপ হয় না: মোমেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৮, ২০২৩ , ৪:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংলাপকে অর্থহীন আলোচনা বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সঠিক সময়েই নির্বাচন হবে। বিশ্বে কোনো দেশে নির্বাচনের আগে সংলাপ হয় না। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সরকার প্রধান পদত্যাগও করে না। বিশ্বে কোথাও কেয়ারটেকার সরকার (তত্ত্বাবধায়ক সরকার) নির্বাচন করে না।

শনিবার (৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে অপূর্ব নির্বাচন হয়েছে। আগামীতে সুন্দর ও সংঘাতবিহীন নির্বাচন হবে। তবে সংঘাতবিহীন নির্বাচন তখনই হবে যখন সবাই আন্তরিকভাবে অংশ নেবে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের প্রসঙ্গে তিনি বলেন, বিদেশিদের কাছে গিয়ে দেশের বিষয়ে প্রশ্ন করা হয় যা বেখাপ্পা দেখায়। বাংলাদেশে বিদেশি রাষ্ট্রদূতের এ সব কাজ নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এমপি ও মন্ত্রী বানিয়েছেন। আমি তার আগে রাষ্ট্রদূত ছিলাম। কিন্তু কোনো দেশে তাদের অভ্যন্তরীণ ইস্যুতে প্রশ্ন করিনি।

বিশ্বে যত রাষ্ট্রনায়ক আছেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মত্যাগ সবচেয়ে বেশী। তিনি তার পরিবারের ১৮ জনকে হারিয়েছেন। তিনি এ আত্মত্যাগ করেছেন গণতন্ত্রের জন্য।

তিনি বলেন, বাংলাদেশ খামোখা ঋণ নেয় না। আমাদের বিদেশি ঋণ মাত্র ১৩.৭৮ শতাংশ। তার মধ্যে চীনের ঋণ মোট দেশজ উৎপাদনের মাত্র ১ শতাংশের কম। তাই ঋণ নিয়ে চীনের ফাঁদে পড়েছে এমন ধারণা পোষণ করা ঠিক নয়।