আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিয়ের আগেই বিয়ের ফটোশুটে নেহা কক্কর!

বিয়ের আগেই বিয়ের ফটোশুটে নেহা কক্কর!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৩, ২০২০ , ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর প্রেমিক ​রোহন প্রীত সিংয়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন, এমনই গুঞ্জন চারিকদিকে। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করলেন নেহা। যেখানে সালওয়ার কামিজে সেজে ছবি শেয়ার করতে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় গায়িকাকে। পাশাপাশি সেই ছবিতে, ‘নেহু দা বিয়া’ লিখে ক্যাপশন যোগ করেন বি টাউনের রিমেক কুইন। নেহা কক্করের ওই ছবি এবং তার ক্যাপশন দেখে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

নেহা কক্করের বিয়ে নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় নতুন জীবন তিনিও শুরু করতে চলেছেন বলে ইঙ্গিত দেন আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বন্ধু শ্বেতা আগরওয়ালের সঙ্গেই উদিত নারায়ণের ছেলে সংসার পাততে চলেছেন বলে জানান। ২০১০ সাল থেকে শ্বেতা আগরওয়ালের সঙ্গে তার সম্পর্ক। শাপিত-এর সেট থেকেই শ্বেতার সঙ্গে প্রথমে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, পরে তারা ক্রমশ মনের কাছাকাছি চলে আসেন বলেও জানান আদিত্য।

প্রসঙ্গত, নেহা কক্করের সঙ্গে আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে যখন জোর শোরগোল চলছে, সেই সময় উদিত-পুত্র জানান, নেহা তার ভাল বন্ধু। সারা জীবন তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে।

অন্যদিকে নেহা কক্করও স্পষ্ট করে দেন, আদিত্য তার দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন শিগগিরই। তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।