আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার

বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২১ , ১:৩২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আগামী গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। দুই বছর আগে মা হওয়ার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। দেশটিতে গ্রীষ্মকাল আসে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, নিউজিল্যান্ডের কোস্ট রেডিওর সঙ্গে আলাপকালে জেসিন্ডা বলেন, তিনি এবং তার সঙ্গী টেলিভিশন ব্যক্তিত্ব ক্লার্ক গেফোর্ড বিয়ের জন্য একটা দিন ঠিক করেছেন। সে অনুযায়ী এখন প্রস্তুতি চলছে।
জেসিন্ডা আর্ডার্ন বলেন, বিয়েটা চিরাচরিত নিয়মে হবে, ‘এই বয়সে ধুমধাম করে বিয়ে করাটা ভালো দেখায় না। আমি ভাবছি আমাদের সম্ভবত কিছু মানুষকে আমন্ত্রণ জানানো উচিত।’ অবশ্য ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
২০১৭ সালে নিউজিল্যান্ডের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জেসিন্ডা। ৪০ বছর বয়সী জেসিন্ডা এবং ৪৪ বছর বয়সী ক্লার্ক ২০১৯ সালের ইস্টার হলিডেতে বাগদান সারেন। তাদের দু’বছরের একটি মেয়ে রয়েছে।