আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিয়ের মেজাজে নেই কৃতি

বিয়ের মেজাজে নেই কৃতি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২১ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  অভিনেত্রী কৃতি খরবান্দা প্রেম করছেন বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে। অবশ্য তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা এ অভিনেত্রী। তবে তিনি এখন বিয়ের মেজাজে একদম নেই। বিয়ের প্রসঙ্গে এই বলিউড নায়িকা বলেন, ‘এটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। এখনই কিছু ভাবনাচিন্তা নেই। যখন হবে, তখন নিশ্চয় জানতে পারবেন। সবার সামনেই সাত পাকে বাঁধা পড়ব।’

বলিউডে বিয়ে মানেই রাজকীয় আয়োজন। অনেক তারকা আবার অত্যন্ত জাঁকজমকের সঙ্গে ‘ডেস্টিনেশন ম্যারেজ’ করেছেন। তবে এসবে মোটেও বিশ্বাসী নন কৃতি, ‘আমি সাধারণে বিশ্বাসী। আর বিয়ের ক্ষেত্রেও তা–ই। বেশি আড়ম্বর আমার কখনোই পছন্দ নয়। আমার বিয়েতে শুধু আমার প্রিয়জনেরা হাজির থাকবে।’

তবে বাস্তবে কনে না সাজলেও পর্দায় কনেরূপে একাধিকবার হাজির হয়েছেন কৃতি। চৌদা ফেরে ছবিতে আবার তিনি কনে। সব মিলিয়ে রোজ প্রায় ২০ ঘণ্টা তাঁর ছবির শুটিংয়ে চলে যেত। চার ঘণ্টা শুধু মেহেদি লাগাতেই লাগত। নিজেকে কনেরূপে আনতে লাগত ছয় ঘণ্টা।

শুটিং প্রসঙ্গে কৃতি বলেন, ‘করোনার মধ্যে আমাদের শুটিং শুরু হয়েছিল। তাই শুরুর দিকে বেশ ভয় করত। তার ওপর শুটিং শুরুর কিছুদিন আগেই আমার ম্যালেরিয়া হয়েছিল। তাই শরীর খুব দুর্বল ছিল। শুটিংয়ের সময় মাত্র চার ঘণ্টা ঘুমানোর সময় পেতাম। তাই সেটে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তাম।’

পাঞ্জাবি কন্যা হয়েও গড়গড়িয়ে তামিল, তেলেগু, কন্নড় ভাষায় কথা বলতে পারেন কৃতি। এই বলিউড নায়িকা বলেন, ‘নতুন কিছু শিখতে আমি দারুণ ভালোবাসি। নতুন ভাষা শিখতেও আমার দারুণ লাগে। দক্ষিণি ছবিতে কাজ করার জন্য তামিল, তেলেগু, কন্নড় সব ভাষা রীতিমতো শিখেছি। তাই বাংলা ছবির প্রস্তাব এলে অবশ্যই লুফে নেব। আর বাংলা ভাষাটাও শিখে ফেলব।’