আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস কৃষকদের ধান কাটার মেশিন দিচ্ছেন মাশরাফি

কৃষকদের ধান কাটার মেশিন দিচ্ছেন মাশরাফি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৮:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।কর্মহীন হয়ে পড়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। টাকার অভাবে ধান কাটতে পারছেন না কৃষক। ব্যুরো মৌসুমে পাকা ধান ঘরে উঠানোর জো নেই। এমন পরিস্থিতিতে নড়াইলের কৃষকদের পাশে দাঁড়িয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজ অর্থায়নে দ্রুত ও সহজে ধান কাটার উপযোগী ৪টি হারভেস্টার তিনি দিচ্ছেন কৃষকদের। এই মেশিন দিয়ে দ্রুত ধান কেটে ঘরে তোলা সম্ভব। শ্রমিকের অভাবে কৃষকরা দুশ্চিন্তায় ছিলেন- বৃষ্টি, কালবৈশাখী বা অন্য কোনো কারণে জমির ধান নষ্ট হয়ে যায় কি না। নড়াইলের কৃষকদের এই দুর্ভাবনার কথা ভেবে মাশরাফি কৃষি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ৪টি হারভেস্টার মেশিন দিচ্ছেন। মাশরাফির দেয়া ৪টি হারভেস্টার মেশিনের একটি ইতিমধ্যে নড়াইলে পৌঁছেছে। বাকি তিনটি মেশিনও শিগগিরই পৌছে যাবে।