আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি বুস্টার ডোজ টিকা নিলেন খালেদা জিয়া

বুস্টার ডোজ টিকা নিলেন খালেদা জিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২২ , ৫:৩৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক :    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা নিয়েছেন। বুধবার বিকেল পৌনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বুস্টার ডোজ টিকা নেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুস্টার ডোজ টিকা নিতে বিকেল ৪টা ১০ মিনিটে গুলশান ফিরোজায় নিজ বাসভবন থেকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে উদ্দেশ্য রওনা দেন বেগম জিয়া। বিকেল ৪টা ৩৫ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

এরআগে গত ১৯ জুলাই বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন। পরে গত ১৮ আগস্ট মডার্নার তৈরি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তিনি।

গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হওয়ার ২৭ দিন পর করোনা নেগেটিভ হয়েছিল খালেদা জিয়ার।