আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বৃষ্টিতে মাঠেই গড়ালো না আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ

বৃষ্টিতে মাঠেই গড়ালো না আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২২ , ৫:৫৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে যেন জেঁকে ধরেছে বৃষ্টি। প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি হানা দিচ্ছে। এরই মধ্যে পরিত্যক্তও হয়েছে দুটি ম্যাচ। জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার পরিত্যক্ত ম্যাচটিতে তবু কিছু খেলা হয়েছিল। আফগানিস্তান-নিউজিল্যান্ড লড়াইয়ে টসও হলো না, মাঠে গড়ালো না এক বলও।

মেলবোর্নে বৃষ্টির তোড়ে ম্যাচটি ভেসে যাওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে নিয়েছে আফগানিস্তান আর নিউজিল্যান্ড। এতে গ্রুপ ওয়ানে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে গেছে কিউইরা। এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান। তারা এখন গ্রুপ ওয়ানে সবার নিচে।