আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বৈঠকে হাসিনা-লোটে শেরিং

বৈঠকে হাসিনা-লোটে শেরিং


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৪, ২০২১ , ১২:১০ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। পরে দুই সরকার প্রধানের নেতৃত্বে দুদেশের দ্বিপক্ষীয় বৈঠক হবে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্ত বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ভুটানের প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালায় অংশগ্রহণকারীদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং হচ্ছেন চতুর্থ বিশ্বনেতা।