আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব বৈরুতে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্মেলন আজ

বৈরুতে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্মেলন আজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২০ , ১:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : রাসায়নিক বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বৈরুতে সহায়তার লক্ষ্যে রোববার বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোনের ডাকে ও জাতিসংঘের আয়োজনে হবে এই ভার্চুয়াল সম্মেলন। এতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে একটি রাসায়নিক গুদামে গত মঙ্গলবার ওই বিস্ফোরণে অন্তত ১৫৮ জন নিহত এবং ৫ হাজার আহত হয়েছেন। গুদামে রক্ষিত প্রায় ২ হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ওই বিস্ফোরণে অন্তত ১৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির শিকার হয়েছে বৈরুত।

বিস্ফোরণের পর প্রথম বিদেশি নেতা হিসেবে বৃহস্পতিবার বৈরুত সফরে যান ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোন। তিনি ঘোষণা দেন, আন্তজার্তিক সম্প্রদায় যাতে এই বিপদে লেবাননকে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সেজন্য সমন্বয়কের দায়িত্ব নেবেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন থেকে এক বিবৃতিতে বলা হয়, রোববারের কনফারেন্সের লক্ষ্য লেবাননকে সহায়তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও সংস্থাগুলো যাতে জরুরি হাত বাড়ায়। সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধি, চীন, রাশিয়া, মিসর, জর্ডান ও যুক্তরাজ্য অংশ নেবে। এছাড়া আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোও সম্মেলনে থাকবে।

এক টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বৈরুতের ভয়াবহ ঘটনা নিয়ে মাক্রোনের সঙ্গে আলাপ করেছেন। তিনিও ভিডিও কলে ওই কনফারেন্সে যোগ দেবেন। ট্রাম্প বলেন, আমরা সবাই বৈরুতকে সাহায্য করতে চাই।

এদিকে বৈরুতে বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করে লেবাননে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে এক টেলিভিশন ভাষণে লেবাননের প্রধানমন্ত্রী হাসান ডিয়াব বলেছেন, সংকট সমাধানের জন্য তিনি যত দ্রুত সম্ভব আগাম নির্বাচনের ঘোষণা দেবেন। সোমবার এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা ও সিদ্ধান্ত হবে।