আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ব্যাংকে যতবেশি টাকা ততবেশি কর

ব্যাংকে যতবেশি টাকা ততবেশি কর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০২০ , ৪:২৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণের ওপর আবগারি শুল্ক এবার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ, নতুন অর্থবছরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত বেশি টাকা থাকবে আপনাকে ততবেশি কর দিতে হবে। তবে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক হিসাবের আবগারি শুল্ক আগের মতো রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ কথা বলা হয়। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।

বছরের যেকোনো সময় ব্যাংক অ্যাকাউন্টে ১০ লাখ থেকে ১ কোটি টাকা থাকলে ৩ হাজার টাকা আবগারি শুল্ক হিসেবে কেটে নেয়া হবে। এতদিন নেয়া হতো আড়াই হাজার টাকা। একইভাবে ১ কোটি থেকে ৫ কোটি টাকা থাকলে কেটে নেয়া হবে ১৫ হাজার টাকা, যা আগে ছিল ১২ হাজার টাকা। আর ৫ কোটির বেশি টাকা থাকলে ৪০ হাজার টাকা আবগারি শুল্ক আদায় করা হবে, এতদিন যা ২৫ হাজার টাকা ছিল।

করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।