ব্রাজিলে মৃত্যু ৪০ হাজার ছাড়িয়ে গেলো
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২০ , ৫:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে নতুন করে আরও ১২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ৯০০ তে দাঁড়িয়েছে।
এছাড়া এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮ লাখ। আর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ।
লাতিন আমেরিকার দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। আর করোনায় আক্রান্ত হয়ে দেশগুলোতে মোট মৃত্যুর সংখ্যা ৭৪ হাজার ছুঁই ছুঁই করছে।
এদিকে, বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৬ লাখের দিকে এগিয়ে যাচ্ছে ওয়ার্ল্ডোমিটারের হিসেবে বলা হয়েছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার। সুস্থ মানুষের সংখ্যা ৩৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।