আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২১ , ১২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রনি খন্দকার (১৩) নামে এক কিশোরের পরিচয় মিলেছে। সে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম জানান, সকালে আলীনগর নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুই আরোহী মারা যান। এসময় আহত হন দুই গাড়ির আরও তিনজন। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের পাশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।