আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ যেন পুকুর!

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের মাঠ যেন পুকুর!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২১ , ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অল্প বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ যেন হয়ে যায় পুকুর। পানি নিষ্কাশনের জন্য নেই কোনো ব্যবস্থা! করোনাকালে বিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে না। কিন্তু শিক্ষক ও অভিভাবকেরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর উচ্চবিদ্যালয়ের মাঠ এভাবে প্রায় দুই মাস ধরে জলাবদ্ধ হয়ে আছে। এ ব্যপারে শাহজাদাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দেব বলেন, ‘প্রায় দুই মাস ধরে বিদ্যালয়ের মাঠে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের আশপাশের চতুর্দিকে মাটি ভরাট করে ফেলছে। ফলে এলাকা থেকে সব বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠে এসে জমা হয়। ২০-২২ দিন আগে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শাহজাদাপুর ইউপি চেয়ারমানকে বিষয়টি অবহিত করেছি। উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন। তবে অদ্যাবধি জলাবদ্ধতা নিরসনে ও পানি নিষ্কাশনের পথ সৃষ্টির জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে কাউকেই দেখিনি।’
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহরলাল ভৌমিক বলেন, একপাশে মসজিদ আর দুপাশে সরকারি গুচ্ছগ্রাম হওয়ার কারণে পানি জমে থাকে। শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন বলেন, ‘আমি বিষয়টি সরেজমিনে গিয়ে দেখেছি এবং এলাকার স্থানীয়দের সঙ্গে একাধিকবার আলোচনাও করেছি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে সার্ভেয়ার দিয়ে মেপে, রাস্তা বের করে বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আমি ইউএনওকে বলেছি সার্ভেয়ার পাঠানোর জন্য। সার্ভেয়ার পাঠালে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেব।’