আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভারতকে টিকা দেবে আমেরিকা, বিকল ৬০ হাজার ভেন্টিলেটর

ভারতকে টিকা দেবে আমেরিকা, বিকল ৬০ হাজার ভেন্টিলেটর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে করোনার টিকা ভাগ করে নেওয়ার মার্কিন পরিকল্পনার অংশ হিসেবে ভারতে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।  বৃহস্পতিবার (৩ জুন) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে বিভিন্ন কূটনৈতিক বিষয়েও আলোচনা করেন তিনি। এদিকে ভারতে করোনার সংকটের মধ্যেই ৬০ হাজার ভেন্টিলেটর কাজ করছে না বলে অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। এপ্রিলে ভারতের মহারাষ্ট্রে যখন করোনার প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছিল ঠিক এমনই সময় আওরঙ্গবাদের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দেড়শ’ ভেন্টিলেটর পাঠায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব ভেন্টিলেটর বিভিন্ন জেলায় ও বেসরকারি হাসপাতালে বিতরণ করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু কয়েক দিনের মাথায় অনেক হাসপাতালই এই ভেন্টিলেটরগুলো ফেরত পাঠায়।

চিকিৎসকরা জানান, এসব ভেন্টিলেটর রোগীদের ব্যবহার উপযোগী নয়। ভেন্টিলেটরগুলোর সুইচ অন করার কয়েক ঘণ্টার মধ্যে শ্বাস নিতে পারছেন না অনেক রোগী।  গত বছরের মার্চ ও এপ্রিলে ভারতের কেন্দ্রীয় সরকার ২ হাজার ৩৫০ কোটি রুপি ব্যয়ে ৬০ হাজারের বেশি ভেন্টিলেটর কেনে ভারত সরকার। চিকিৎসকরা জানান, এসব ব্যবহার করা ঝুঁকিপূর্ণ বলে বেশির ভাগ ভেন্টিলেটরই অব্যবহৃত পড়ে আছে। এরই মধ্যে দেশটিতে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস। মরণঘাতীর ভয়াল থাবায় বিপর্যস্ত দেশটিতে কোভিড-পরবর্তী বিশ্বে স্বাস্থ্য ও অর্থনৈতিক পুনরুদ্ধারে ভারত ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব নিয়েও কথা বলেন হ্যারিস ও মোদি।  বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে করোনার টিকা ভাগ করে নেয়ার মার্কিন পরিকল্পনার অংশ হিসেবে ভারতে ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।  মরণঘাতীর ভয়াল থাবায় বিপর্যস্ত দেশটিতে কোভিড-পরবর্তী বিশ্বে স্বাস্থ্য ও অর্থনৈতিক পুনরুদ্ধারে ভারত ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব নিয়েও কথা বলেন হ্যারিস ও মোদি।