আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ভারতকে ‘ভাঙার’ চক্রান্ত চলছে, কঙ্গনার দাবিতে তোলপাড়

ভারতকে ‘ভাঙার’ চক্রান্ত চলছে, কঙ্গনার দাবিতে তোলপাড়


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২১ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : আলোচিত বলিউড অভিনত্রেী কঙ্গনা রানাওয়াত ভারতের ​কৃষক আন্দোলন নিয়ে প্রথম থেকেই সরব। তিনি আক্রমণাত্মক অভিযোগের মাত্রা ছাড়াতে শুরু করে মার্কিন পপ তারকা রিহানার টুইটের পর থেকে। রিহানার টুইটের পর ফের মুখ খুলতে শুরু করেন কঙ্গনা। খবর জি নিউজের। বৃহস্পতিবার একটি টেলিভশন চ্যানেলের সাক্ষাৎকারে হাজির হন কঙ্গনা। সেখানে তিনি অভিযোগ করেন, ‘বুদ্ধি করে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। চেষ্টা চলছে দেশকে টুকরো টুকরো করে ‘ভেঙে’ দেওয়ার। নাগরিকত্ব সংশোধনী আইনের সময় থেকে এ পর্যন্ত, ভারতের বিরুদ্ধে ক্রমাগত চক্রান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক স্তরে চক্রান্ত করেই এই দেশকে ‘ভাঙার’ চেষ্টা চলছে।’ মঙ্গলবার রাতে কৃষক আন্দোলনের একটি ছবি টুইটারে পোস্ট করে রিহানা লিখেন, ‘‌কেন আমরা এই নিয়ে কথা বলছি না?‌’ বিক্ষোভস্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধের খবরটিও জুড়ে দেন রিহানা।‌ সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা ১০ কোটিরও বেশি। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে কৃষক বিক্ষোভের খবর। বহু মানুষ সোশ্যাল সাইটে এই নিয়ে সরব হন। রিহানার মতোই কৃষক বিক্ষোভের সমর্থনে মুখ খুললেন গ্রেটা থুনবার্গ। তিনিও কৃষক বিক্ষোভ নিয়ে একটি খবরের লিঙ্ক শেয়ার করেন টুইটারে। তারপরই টুইটারে ভারতের কৃষিবিল বিরোধীতায় বসা নারীদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন মিয়া। তার মতে, ভারতের রাজধানীতে ২৬ জানুয়ারি যা ঘটেছে তা মানবাধিকারকে লঙ্ঘন করে। তিনি লেখেন, ‘ কী ঘটছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা নয়া দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে’