আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া

ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৪, ২০২৩ , ৬:৫৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : নেপালের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটি জিতলে কিংবা পরিত্যক্ত হলে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে ভারতের। এ কারণেই কি দুর্বল নেপালের বিপক্ষে একটু গা ছাড়া ভাব দেখাছেন রোহিত শর্মারা? না হলে ম্যাচের পাঁচ ওভার গড়াতে না গড়াতেই তিন-তিনটি ক্যাচ ফসকালেন ভারতের ফিল্ডাররা। এই সুযোগে নেপালের ওপেনিং জুটিতে আসে ৬৫ রান। ভারতীয় পেসার মোহাম্মদ শামির করা প্রথম ওভারের শেষ বলে ক্যাচ ফেলেন শ্রেয়স আয়ার। অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়েছিলেন কুশল ভুর্তেল। প্রথম স্লিপে ক্যাচ গিয়েছিল। শ্রেয়স বলের গতিপথই বুঝতে পারেননি। ডান হাত বাড়ালেও বল তালুবন্দি করতে পারেননি। মোহাম্মদ সিরাজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেও একই দৃশ্য। এবার ক্যাচ মিস করেন খোদ বিরাট কোহলি!
উল্লেখ্য যে, কোহলি শুধু সেরা ব্যাটারই নন, ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত। সিরা‌জের বলে কাভারের দিকে শট খেলেছিলেন আসিফ শেখ (৫৮)। কোহলি ১০০ বারে ৯৯ বারই এই ক্যাচ নেবেন। কিন্তু আজ বল তার হাত স্পর্শ করলেও ফসকে যায়। তৃতীয় ক্যাচটি ফেললেন ঈশান কিশান। মোহাম্মদ শামির করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলটি লেগসাইডের সামান্য বাইরে ছিল। ভুর্তেলের ব্যাটে লেগে বল চলে যায় উইকেটকিপারের দিকে। ফিল্ডার ইশান কিশানকে দেখে খুব সিরিয়াস মনে হয়নি। বল তার বগলের তলা দিয়ে গলে চার হয়ে যায়। সেই ভুর্তেল পরে ৩৮ রান করেন।