আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতীয় সীমান্তে পাকিস্তানের হামলা

ভারতীয় সীমান্তে পাকিস্তানের হামলা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২০ , ৫:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস সৃষ্ট চলমান সংকটের মধ্যে সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান। শনিবার ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শুক্রবার বারামুল্লার কাছে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তানি সেনারা। সেই ঘটনায় আহত দুই জওয়ানের মৃত্যু হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ১ মে রামপুর সেক্টরে বিনা প্ররোচনায় পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে। দুর্ভাগ্যবশত এতে দুই আহত জওয়ান মারা গিয়েছেন। শুক্রবার প্রতিরক্ষা মুখপাত্র রাজেশ কালিয়া জানান, নিয়ন্ত্রণরেখা বরাবর রামপুর সেক্টরের কাছে দুপুর সাড়ে তিনটার দিকে বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। সেই ঘটনায় তিন ভারতীয় জওয়ান আহত হন। ভারতীয় সেনারাও এ হামলার পাল্টা জবাব দেয়। এর আগে বৃহস্পতিবারও পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ভারতীয় বাহিনীর অভিযোগ, চলতি বছরে এখনও পর্যন্ত ১,৪০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত বছর সেই সংখ্যাটা ছিল ৩,১৬৮। ২০১৮ সালে যা ছিল ১,৬২৯।