আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ভারতের কোচ হতে আগ্রহী পাতিল

ভারতের কোচ হতে আগ্রহী পাতিল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:৫০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Sandeepঅনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কোচ হতে আবেদন করেছেন দলটির প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার সন্দ্বীপ পাতিল। ২০১২ সাল থেকে তিনি ভারতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে নির্বাচক হিসেবে নিজের মেয়াদ শেষ করবেন পাতিল। তাই দলটির প্রধান কোচ হতে তিনি আগ্রহী। তিনি এর আগে বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এছাড়া তিনি কেনিয়া ও ওমানের কোচ ছিলেন।

পাতিল ১৯৯৬ সালে জাতীয় দলের কোচও হয়েছিলেন। তবে ৬ মাসের মাথায় তিনি পদ হারান। কিন্তু কেনিয়া জাতীয় দলের কোচ হিসেবে তার খ্যাতি ছিল সবচেয়ে বেশি। তার অধীনে কেনিয়া ২০০৩ সালে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছে।

গণমাধ্যমের মতে ২০০৫ সালে ভারতীয় দলের কোচ নির্বাচনে পাতিল চারজন প্রার্থীর প্রাথমিক তালিকায় ছিলেন। তবে সে সময় ওমানের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি আসতে পারেননি।

পাতিল ভারতীয় জাতীয় দলের হয়ে ১৯৮০ থেকে ১৯৮৬ পর্যন্ত ২৯টি টেস্ট ও ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি দেশটির ১৯৮৩’র প্রথম বিশ্বকাপ জয়ের ক্রিকেটারও ছিলেন।