আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব, ব্যাটিংয়ে ফিরবেন মঙ্গলবার

ভারতের বিপক্ষে খেলতে চান সাকিব, ব্যাটিংয়ে ফিরবেন মঙ্গলবার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  ঊরুতে চোট পাওয়া সাকিব আল হাসানকে নিয়ে সুখবর দিল বাংলাদেশ। তার হাঁটাচলা বেশ স্বাভাবিক। মঙ্গলবার ফিরবেন ব্যাটিংয়ে। তবে সবথেকে বড় কথা সাকিব নিজে ভারতের বিপক্ষে খেলতে চেয়েছেন। দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এ খবর নিশ্চিত করেছেন।  সোমবার দুপুরে টিম হোটেলে কানরাডে সাকিবকে নিয়ে খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিব গেটিং বেটার। এখন পেইন ফ্রি আছে। এখনও মাঠে নামেনি তাই সিনারিওটা বলা যাচ্ছে না। কালকে নেটে ব্যাটিং করবে। রানিং বিটিউন দ্য উইকেট করবে হয়তো বা। আশা করি এই ম্যাচে…আমরা ধারনা করছি ওকে পাবো।’

‘যেহেতু মেডিকেল ইস্যু আছে। পায়ে যেহেতু টিয়ার আছে…বাট পেইন ফ্রি। আজ সুইমিংয়ে কিছু কাজ ছিল। আপার পার্টে জিম ছিল। কাল মাঠে ব্যাটিংয়ের পর স্ক্যান করানো হবে। তখন বুঝতে পারবো কোন অবস্থায় আছে। তাহলে পরিস্কার ছবি পাবো।’ – যোগ করেন সুজন।

‘যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছি। কালকে হয়তো এটা দেখবে। আমরা চাই। যদি এরকমও বলি যে ৯০ পার্সেন্ট ফিট বা ৯৫ পার্সেন্ট ফিট। সাকিব যেহেতু চোট পাওয়ার পরেও ব্যাটিং করেছে ১০ ওভারের কোটার বোলিং করেছে। যদি সে নিজেকে কম্ফোর্টেবল মনে করে তো খেলতে চাইছে। এটা ডিপেন্ড করবে ওর শতভাগ ফিটনেসের ওপর।’