আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতের মধ্যপ্রদেশে দোকানে ঢুকে বোতল খুলে বানরের মদ পান

ভারতের মধ্যপ্রদেশে দোকানে ঢুকে বোতল খুলে বানরের মদ পান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২১ , ২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মানুষের আচরণ অনুরকণ করার ক্ষেত্রে বানরের তুলনা নেই। তারা খুব সহজেই মানুষের কাছ থেকে শিখতে এবং তাদের আচরণকে অনুকরণ করতে পারে। কিন্তু তাই বলে মানুষের মতো মদপান। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়। খবর আনন্দবাজারের।
বানরের ওই মদ পানের দৃশ্য ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা গেছে, প্রথমে একটি বার মদের দোকানে ঢোকে। তারপর নির্দিষ্ট জায়গা থেকে একটি মদের বোতল তুলে নেয়। এর পর মানুষের মতোই বোতলের ছিপি নিজেই দাঁত দিয়ে খুলে ফেলে মদ্যপান শুরু করে। এ সময় মদের দোকানের মালিক বানরটিকে বিস্কুট খাওয়ার জন্য সাধেন। কিন্তু সে দিকে ভ্রূক্ষেপ না করে মদ খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়ে বানরটি। মানুষের মতোই মদের বোতলটি হাতে নিয়ে গলায় ঢালতে শুরু করে মদ।
এদিকে, এমন মজার ঘটনা দেখে পথচারীরা বেশ মজা পান। অনেকেই দোকানের বাইরে দাঁড়িয়ে ভিডিও শুরু করেন। এমনই একজন পথচারী জানান, কয়েকদিন আগে ওই দোকানের বাইরে কয়েক ফোঁটা মদ মাটিতে পড়েছিল। বানরটি সেটা চেটে খায়। তার পর থেকে নিয়মিতই বানরটি দোকানের কাছে ঘুরঘুর করত। তাকে কিছুতেই তাড়ানো যেত না।
অনেকের মতে, মদের স্বাদ মনে হয় বানরটির পছন্দ হয়েছিল। এ কারণেই সে আবারও ফিরে এসেছিল।