আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভারতে এবার করোনা ঠেকাতে হীরার মাস্ক!

ভারতে এবার করোনা ঠেকাতে হীরার মাস্ক!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১২, ২০২০ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : ক’দিন আগে সোনার মাস্ক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের পুণের এক বাসিন্দা। এবার সুরাটের একটি গয়নার দোকানে পাওয়া যাচ্ছে হীরার তৈরি মাস্ক! আমেরিকান ডায়মন্ডসহ দু’রকম হীরা এতে খোদাই করা।

দোকানের মালিক দীপক চোকসি জানিয়েছেন, হীরার সঙ্গে থাকছে সোনার ব্যবহারও।

দু’ধরনের হীরার মাস্ক রয়েছে সুরাটের এই দোকানে। আমেরিকান ডায়মন্ড খোদাই করা মাস্কের দাম দেড় লাখ রুপি। আর আসল হীরা খোদাই করা মাস্কের দাম প্রায় ৪ লাখ রুপি।