আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু

ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  তিন ধরে ৩০ হাজারের নিচেই রয়েছে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। রোববার এবং সোমবার দৈনিক আক্রান্ত ছিল ২৮ এবং ২৭ হাজারের ঘরে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়র পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৮৯ হাজার ৫৭৯ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্ত কমলেও গত মঙ্গলবার বেড়েছে করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। এর মধ্যে কেরালায় মারা গেছেন ৯৯ জন। বাকি সব রাজ্যেই তা ৩০-এর নিচে। কিন্তু পুরনো মৃত্যুর হিসাবে যোগ করায় হরিয়ানায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২১ জনের।

সপ্তাহখানেক আগে বেড়ে গেলেও গত কয়েকদিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১২ হাজারের বেশি কমেছে। এখন ভারতে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ২০৭ জন।