আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারতে তৈরি রোবট এবার ৪৭ ভাষায় কথা বলবে

ভারতে তৈরি রোবট এবার ৪৭ ভাষায় কথা বলবে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ৪৭টি ভাষায় কথা বলতে পারে এমন একটি রোবট তৈরি করেছেন ভারতের একজন স্কুলশিক্ষক। এরমধ্যে নয়টি স্থানীয় (ভারতীয়) ভাষা। আর বিদেশি ভাষা ৩৮টি। ওই শিক্ষকের নাম দীনেশ প্যাটেল।
বার্তা সংস্থা আইএএনএসের খবরে বলা হয়েছে, ‘শালু’ নামের এ রোবটের বৈশিষ্ট্য, এটি একাধারে ৪৭টি ভাষায় কথা বলতে পারে। এটি বানাতে খরচও হয়েছে অল্প। এছাড়া এটি রোবট সোফিয়ার মতোই। মুম্বাই আইআইটির কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের শিক্ষক দীনেশ প্যাটেল। বসবাস করেন উত্তরপ্রদেশের জৈনপুর জেলার রাজমালপুর গ্রামে। বলিউডের সিনেমা ‘রোবট’ দেখে অনুপ্রাণিত হয়ে সেখানেই রোবট বানানোর কাজ শুরু করেন। তিন বছরের চেষ্টায় সফলতা মিলেছে। প্যাটেল আইএএনএসকে বলেন, প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠ, অ্যালুমিনিয়াম ইত্যাদি বর্জ্য পদার্থ ব্যবহার করে শালু তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে তিন বছর সময় লেগেছিল এবং ব্যয় ছিল প্রায় ৫০ হাজার রুপি। তিনি বলেন, এটি একটি প্রোটোটাইপ রোবট। এর চেনার ক্ষমতা আছে, মনে রাখার ক্ষমতা আছে এবং সাধারণ জ্ঞান, গণিত ইত্যাদি প্রশ্নের উত্তরও দিতে পারে। তিনি জানান, শালু মানুষকে শুভেচ্ছা জানাতে পারে, আবেগ প্রদর্শন করতে পারে, সংবাদপত্র পড়তে পারে, রেসিপি আবৃত্তি করতে পারে এবং আরও অনেক কাজ করতে পারে। এটি স্কুলে শিক্ষক এবং অফিসে রিসেপশনিস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে।