আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ভারত থেকে ফিরতে পারছেন না জাতীয় হকি দলের সাবেক তারকা শুভ

ভারত থেকে ফিরতে পারছেন না জাতীয় হকি দলের সাবেক তারকা শুভ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২১ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ঢাকায় এসেছেন। আবাহনীর স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ভারত থেকে ফিরেছেন অস্ত্রোপচার করে। আইপিএল আসর থেকে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ভারতে আটকে আছেন জাতীয় হকি দলের সাবেক তারকা মওদুদুর রহমান শুভ।
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার অধীনে পাতিয়ালার নেতাজী সুভাষ ন্যাশনাল ইন্সটিটিউট অব স্পোর্টসের (এনএসএনআইএস) কোর্সে অংশ নিতে ১৩ এপ্রিল ভারত গিয়েছিলেন শুভ। প্র্যাকটিক্যাল কোর্স হওয়ার কথা ছিল ১৫ মে। কিন্তু দেশটির করোনা ভাইরাস পরিস্থিতি দিনদিন অবনতি হওয়ায় ২ মে হঠাৎ করেই কোর্স স্থগিত করে এনএসএনআইএস।
শুভ দেশে ফিরতে চান। কিন্তু এই সাবেক খেলোয়াড় ভারতে আটকে গিয়েছেন। সহযোগিতা পাচ্ছেন না বলে এরই মধ্যে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। ভারতে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন বিকেএসপির এই কোচ শুভ। গতকাল পর্যন্ত কোনো জবাব পাননি তিনি। দেশে ফিরতে সহযোগিতা চাইছেন শুভ।