আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভারত থেকে ফিরলেন আটকে পড়া ৩২৮ বাংলাদেশি

ভারত থেকে ফিরলেন আটকে পড়া ৩২৮ বাংলাদেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৪, ২০২০ , ৪:০৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : ভারতের দিল্লি ও চেন্নাই থেকে আরও ৩২৮ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানাগেছে। ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। শুক্রবার পৃথক দুটি ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়। দিল্লি থেকে বাংলাদেশ বিমানে ১৬২ জন ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ১৬৬ জন দেশে প্রত্যাবর্তন করেছেন। এদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন রোগী। তবে বেশ কিছু ছাত্র-ছাত্রী রয়েছেন। দিল্লি থেকে যাত্রার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। এ প্রসঙ্গে ইউএস -বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, ভারতের থেকে আটকে পরা বাংদেশিদের নিয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। শুক্রবার ফ্লাইটি বাংলাদেশি নাগরিকদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কামরুল ইসলাম জানান, আগামী ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরও একটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। এর আগে চেন্নাই থেকে ইউএস-বাংলার তিনটি ফ্লাইটে ৪৯৭ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। হযরত শাহজালাল বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, এটা সরকারি নির্দেশনার ফ্লাইট। এর আগে ২১,২২ ও ২৩ এপ্রিল ভারতের চেন্নাই থেকে আরো তিনটি ফ্লাইটে করে বাংলাদেশীরা দেশে ফিরেছেন। বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জানান, এপর্যন্ত যারা এসেছেন তাদের কাউকে বাসায় কোয়ারেন্টাইনে কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজকে যারা আসছে তাদের বিষয়ে একই সিদ্ধান্ত নেয়া হবে। চিকিৎসক আরো জানান, যাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে তাদের বাসায় ও যাদের সার্টিফিকেট থাকবে না তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দেওয়া হবে।