আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী

ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা প্রায় ২৭ ঘণ্টার রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন। সোমবার (২০ মার্চ) সকালে তিনি নয়াদিল্লি পৌঁছান। তার এই সফরের উদ্দেশ্য হলো প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ এবং উচ্চ প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করবেন কিশিদা। এছাড়া তারা জি-২০-তে ভারতের সভাপতিত্ব এবং জি-৭-এ জাপানের সভাপতিত্ব নিয়েও আলোচনা করবেন। খবর এনডিটিভির।

ভারতের নেতৃস্থানীয় থিঙ্কট্যাঙ্কের সামনে এক বক্তৃতায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা তার ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক প্ল্যান ফর পিস’ উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া এই পরিকল্পনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারতের তাৎপর্য তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ শাংরি-লা সংলাপের সময় কিশিদা জানিয়েছিলেন, আগামী বসন্তে ইন্দো-প্যাসিফিকের জন্য এই পরিকল্পনা সাজাবেন তিনি। এই পরিকল্পনায় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জাপানের নীতির বিস্তারিত পাওয়া যাবে বলে ধারণা।