আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বকশীগঞ্জে প্রাণিসম্পদ  মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বকশীগঞ্জে প্রাণিসম্পদ  মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৮, ২০২৪ , ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


বকশিগঞ্জ( জামালপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুরের বকশীগঞ্জ  উন্নয়ন মেলা-২০২৪ উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার ১৮ এপ্রিল  সকালে এক সঙ্গে সারা দেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন তিনি।এ সময়  উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, জামালপুর জেলার ট্রেনিং অফিসার ডা. মো: ইউনুস আলী,  উপজেলা প্রাণী  সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান, বকশীগঞ্জ থানার ওসি  মোহাম্মদ আব্দুল আহাদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা  আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, সাধুর পাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত  চেয়ারম্যান  জিয়াউল হক জিয়া,বীর মুক্তিযোদ্ধা আফসার আলী  বাংলাদেশ ডেইরি এসোসিয়োশন বকশীগঞ্জ শাখার সভাপতি আব্দুল -আল মোকাররেস খোকন সহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রতিনিধি, মিডিয়া কর্মীরা এবং খামারিরা উপস্থিত ছিলেন।  পরে অতিথিরা  উপজেলা টেক্সটাইল ভোকেশনাল মাঠে  স্টল পরিদর্শন করেন। উপজেলা প্রাণী সম্পদ  কার্যালয় সূত্রে  জানা গেছে, মেলায় ৪০ টি স্টল অংশগ্রহণ করেছে এবং সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে  ছয়টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।