আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় শিশু নিহত

ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় শিশু নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Road-Accideকুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাকের চাপায় হৃদয় বাবু (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শিশুটির বাবা ভ্যানচালক মাজম আলী (৪৫)।

শনিবার (১১ জুন) সকাল ৬টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারী ভাতী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আহত মাজম আলীর বাড়ি ওই একই গ্রামে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে আইকুমারী ভাতী গ্রামের ভ্যানচালক মাজম আলী ছেলে হৃদয়কে নিয়ে ভ্যান চালিয়ে ডিম কিনতে ক্লাবের বাজার যাচ্ছিলেন।
এসময় পেছন থেকে সুচনা আখি এন্টারপ্রাইজের একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় বাবুর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন মাজম আলী। এ অবস্থায় প্রথমে তাকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।