আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভূমিকম্প : তুরস্কে ও সিরিয়ায় নিহত ৫ শতাধিক

ভূমিকম্প : তুরস্কে ও সিরিয়ায় নিহত ৫ শতাধিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ৩:৩১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ৫ শতাধিক নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় ভোরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। খবর সিএনএনএর। খবরে বলা হয়, অনেকে এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছে।ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। অনেকে মারা গেছেন। অনেকে এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে রয়েছে। ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমন্ত ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েছেন। অনেকে মারা গেছেন।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে সিরিয়ার কমপক্ষে ২৩৭ জন মারা গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বিবিসি ও এএফপি জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৬২৯ জন আহত হয়েছে। মারা গেছে ২৩৭ জন। সাইপ্রাস ও মিশরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার।