আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ভোগান্তি ছাড়া পাটুরিয়ায় ফেরি পারাপার, যাত্রীর অপেক্ষায় লঞ্চ

ভোগান্তি ছাড়া পাটুরিয়ায় ফেরি পারাপার, যাত্রীর অপেক্ষায় লঞ্চ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  পাটুরিয়া ঘাট দিয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে। তবে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক পার হয়ে ঘাট এলাকায় আসার পর স্বাভাবিক সময়ের মতো যানবাহন ও যাত্রীরা ভোগান্তি ছাড়া পার হচ্ছেন। এদিকে পাটুরিয়া লঞ্চ ঘাট এলাকায় যাত্রীর অভাবে লঞ্চগুলো অলস সময় পার করছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর দেড়টা টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ফরিদপুরগামী যাত্রী সিয়াম আহমেদ বলেন, বিগত বছরগুলোতে ঈদের সময়ে বাস পাওয়া কষ্ট হয়ে যেতো। তবে এবার বাসে সহজেই সিট পেয়েছি। কোনো ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ঘাট পার হচ্ছি।  মরিয়ম বেগম নামে এক যাত্রী বলেন, পদ্মা সেতু হওয়ার পর এ নৌরুটে বাড়তি ভোগান্তি কমে গেছে। ঘাটে আসার পর ১০ থেকে ১৫ মিনিট পর ফেরি পেয়ে গেছি। কোন ভোগান্তি নেই।

পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজিরহাট নৌরুটে যাত্রী পারাপারে ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। তবে লঞ্চ ঘাটে যাত্রী চাপ নেই। হয়তো বিকেলে কিছু যাত্রী হতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঈদযাত্রা নিশ্চিত করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে  ২০টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটা ঘাট সচল রয়েছে। যানবাহন ও যাত্রীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়া নৌরুট পার হতে পারছেন।