আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি ভোলায় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ

ভোলায় গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


bholaভোলা: ভোলা গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী বেসিক আউট সোর্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের বাস্তবায়নে বৃহস্পতিবার (৯ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এ প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন- সুশীলন প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন, জবস নিউজ ২৪ ডটকমের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাই রাব্বী, প্রোগ্রামার ফ্রিল্যান্সার মো. আরিফ খান ও মো. শাহরিয়ার হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল হালিম, জেলা তথ্য কর্মকর্তা নুরুল আমিন, প্রবীণ সাংবাদিক এমএ তাহের ও আহাদ চৌধুরী তুহিন প্রমুখ।

প্রশিক্ষণে জেলা সদরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে তাদের সনদ বিতরণ করা হবে।